শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ - ০৫:৩০
কন্যা ও পুত্রদের উচিত পিতা–মাতার ত্যাগের প্রতি কৃতজ্ঞ থাকা

আয়াতুল্লাহিল উজমা জাওয়াদী আমুলী কন্যা ও পুত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, প্রত্যেক সন্তানের উচিত পিতা-মাতার অক্লান্ত শ্রম, ত্যাগ ও অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা।

হাওজা নিউজ এজেন্সি: আয়াতুল্লাহিল উজমা জাওয়াদী আমুলী পিতা-মাতার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব ও অপরিহার্যতা তুলে ধরে বলেন, পিতা বাসস্থান, ভরণ-পোষণ ও জীবিকার ব্যবস্থা করতে যে কষ্ট স্বীকার করেন, তা কোনো অংশে কম নয়। তবে মাতৃত্বের দায়িত্ব—গর্ভধারণ, সন্তান প্রসব এবং দুগ্ধদান—অত্যন্ত ক্লান্তিকর ও শক্তিক্ষয়কারী এক মহান ত্যাগ। এই বাস্তবতা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যেন পুত্ররা মায়ের ত্যাগের যথার্থ মূল্যায়ন করতে পারে এবং কন্যারাও উপলব্ধি করে যে ভবিষ্যতে তাদেরকেও এই পথেই অগ্রসর হতে হবে।

তিনি আরও বলেন, পবিত্র কুরআনের সূরা লুকমানেও পিতা-মাতার প্রতি সদাচরণের নির্দেশের সঙ্গে বিশেষভাবে মায়ের কষ্টের কথা উল্লেখ করা হয়েছে। সূরা লুকমানের ১৪ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, وَ وَصَّیْنَا الْإِنسَانَ بِوَالِدَیْهِ
অতঃপর মায়ের গর্ভধারণ ও মাতৃত্বের অবর্ণনীয় কষ্টের কথা বলা হয়েছে— حَمَلَتْهُ أُمُّهُ وَهْناً عَلَی وَهْنٍ وَ فِصَالُهُ فِی عَامَیْنِ أَنِ اشْکُرْ لِی وَ لِوَالِدَیْکَ
“আমি মানুষকে তার পিতা-মাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি; তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং দুই বছরে তার দুধ ছাড়ানো হয়েছে। অতএব আমার প্রতি এবং তোমার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞ হও।”

আয়াতুল্লাহ জাওয়াদী আমুলী বলেন, এই কুরআনি নির্দেশনা থেকে যেমন পুত্রদের উচিত মায়ের মর্যাদা ও ত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা, তেমনি কন্যাদেরও মাতৃত্বের আদর্শ, দায়িত্ব ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করা আবশ্যক।

[তাফসির ক্লাস, ৩০ জানুয়ারি ১৯৯৫]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha